
শেষ হয়ে গেলো নিলাম, সব দল তাদের নিজ নিজ দল গুছিয়ে নিয়েছে, বাংলাদেশ থেকে দল পেয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম, দুজনেই খেলবেন নানগারহারের হয়ে, বাংলাদেশ থেকে আর কেও দল পায়নি।
তামিম ইকবালকে কিনেছে ৭৫ হাজার ডলার দিয়ে, এবং মুশফিককে কিনেছে ৩০ হাজার ডলার দিয়ে।
সব থেকে দামি প্লেয়ার, ক্রিস গেইল, রশিদ খান, আন্দ্রে রাসেল, ম্যাককুলাম, ও আফ্রিদি, এদের সবার দাম ১ লাখ ডলার করে।
এবারেরর আসরে ৫ টা দল অংশগ্রহণ করবে।
১। কান্দাহার

২। নানগারহারের

৩। পাকতিয়া

৪। বালকা

৫। কাবুল

আগামী মাসের ৫ তারিখে শুরু হবে, শেষ হবে ২৩ অক্টোবর, নিচেরর ছবিতে সব দলের লিস্ট।
