
আজ উইন্ডিজ এর বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজ এর শেষ ম্যাচে ফিল্ডিং এর সময় হাতে গুরুতর আঘাত পান নাজমুল ইসলাম অপু! নিজের ব্যাক্তিগত ১ম ওভারের ৩য় বলে স্ট্রাইকে থাকা ফ্লেচার এর ডিফেন্সিভ শটে ডান দিয়ে ঝাপিয়ে পড়ে বল আটকাতে যান অপু! ননস্ট্রাইকে দাঁড়িয়ে থাকা ওয়াল্টন তখন নিজেকে রান আউটের হাত থেকে বাঁচাতে পিছন দিকে পা সরিয়ে আনলে তার বুটের স্পাইক গিয়ে পড়ে অপুর হাতে!
তৎক্ষণাৎ অপুকে প্রাথমিক চিকিৎসার জন্য মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ইনজুরি অনেক সিরিয়াস মনে হলে তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে কর্তব্যরত ডাক্তার তার হাতে ২৫ টি সেলাই দেন!
