ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরিতে পরে নাজমুল ইসলাম অপু। আপু তার ব্যাক্তিগত প্রথম ওভার করতে এসে তিন বলের বেশি করতে পারেনি। ওভার শেষ করার আগেই ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়তে হয় অপুর। ওয়েস্ট-ইন্ডিজের ব্যাটসম্যান ওয়ালটানের পায়ের নিচে পরে যায় অপুর হাত। আর এতেই ঘটে বিপত্তি। আর তাই তার হাতে পরে ২৫ টার মত সেলাই। সে জন্য তিন সাপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে এই স্পিনারকে।

অপুর ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী সাংবাদিকদের জানান, ‘অপউর চারটা জায়গায় প্রতিটাতেই চার-পাঁচটা করে সেলাই লেগেছে। সব মিলিয়ে প্রায় ২৪-২৫টার মত লেগেছে।

তিনি জানান অপুকে মাঠের বাইরে থাকতে হবে প্রায় তিন সপ্তাহের মত তবে তার ইনজুরি গুরুতর নয় এটা নিয়ে তিনি বলেন, ‘নাজমুল হোসেন অপুর বোলিং হ্যান্ডে ল্যাকারশন ইনজুরি হয়। ব্যাটসম্যানের পায়ের নিচে চাপ পড়ে হাতের উল্টো পিঠে প্রায় চার জায়গায় ল্যাকারেটেড হয়ে যায়। এক্সরের মাধ্যমে দেখা গেছে তার হাড়ে কোন ইনজুরি হয়নি।

তিনি আরও বলেন, এটা শুধু মাত্র সফট টিস্যু ইনজুরি। আপাতত সেলাই করা হয়েছে। বেশ কিছু স্টিচ করতে হয়েছে ইনজুরিটাকে ম্যানেজ করার জন্য। ল্যাকারশন যেহেতু জয়েন্টের ওপরে, সেটা সারতে একটু সময় লাগতে পারে।

দেবাশিষ চৌধুরি আরো বলেন, ‘আপাতত দুই থেকে তিন সপ্তাহের রেস্ট নেয়ার পর আমরা সেলাই খুলন। এরপর বুঝা যাবে কতোটা সময় লাগতে পারে। আপাতত দুই থেকে তিন সপ্তাহের মত রেস্টে থাকতে হবে’।