চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে এশিয়া কাপ ২০১৮। ওয়ানডে ফরমেটে হবে এই টুনামেন্ট। এই টুনামেন্টে অংশগ্রহণ করবে এশিয়ার ৬ টি দল। তবে ৫ টি দল আগেই জয়গা করে নিয়েছে এশিয়া কাপে। আর একটি দলেকে বাছাই পর্ব খেলে এশিয়া কাপে জায়গা করে নিতে হবে। আর তাই বাছাই পর্বের আয়জন করেছে আইসিসি।

আর সেই এশিয়া কাপ বাছাই পর্বের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও হংকং৷ ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ৮ টায়। কিন্তু ১৫ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে। আর ফাইনাল ম্যাচের জন্য নেই কোন রিজার্ভ ডে নেই সে কারণে বৃষ্টিতে যদি ম্যাচ আর মাঠে না গড়ায় তবে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল খেলবে এশিয়া কাপের মুল পর্ব। আর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আরব আমরাত। তাই তারা না জিতেও এশিয়া কাপের মুল পর্বে খেলবে।