রাশিয়া বিশ্বকাপের পর প্রথমবারের মত মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আর তাই বাংলাদেশী ভক্তরাও অপেক্ষায় আছে এই ম্যাচটি দেখার জন্য। তাহলে চলুন দেখেনিই ম্যাচের তারিখ, খেলা শুরুর সময় ও যে চ্যানেলে লাইভ দেখাবে খেলাগুলো।

চলতি মাসের ৮ তারিখ মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলের মুখমুখি হবে যুক্তরাষ্ট্রের ও আর্জেন্টিনার মুখমুখি হবে গুয়াতেমালার।

ব্রাজিল বনাম যুক্তরাষ্ট্র বাংলাদেশ সময় ভোর ৫:৩০ মিনিটে।

আর্জেন্টিনা বনাম গুয়াতেমালা বাংলাদেশ সময় সকাল ৯টায়।

ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেন স্পোর্টস ২।

অপরদিকে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠে নামবে ১২ সেপ্টেম্বর।

কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচটি হবে ১২ তারিখ বাংলাদেশ সময় ভোর ৬ টায়।

আর দ্বিতীয় ম্যাচে এল সালভাদরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬:৩০ মিনিটে।