
এই সিজনে একটি ম্যাচেও মাঠে নামা হয়নি আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরোর। আর সারা বছর মাঠে না খেলার প্রভাবটাই যেন পড়লো এবার ফিটনেসে। ম্যানইউতে এবারের পুরো মৌসুমই আর্জেন্টিনার সেরা গোলকিপার সার্জিও রোমেরোকে থাকতে হয়েছে দর্শকের ভূমিকায়। জাতীয় দলের অনুশীলন ক্যাম্পেই পড়লেন ইনজুরিতে। আর এই ইনজুরিই তাকে কোয়ার্টারে টাইব্রেকারে নেদারল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পিছনে যার ভূমিকা অনস্বীকার্য। সেই রোমেরো ছিটকে গেলো ২০১৮ রাশিয়া বিশ্বকাপ স্কোয়াড থেকে।
২০১০ ও ২০১৪ বিশ্বকাপ খেলা রোমেরো আর্জেন্টিনার হয়ে ম্যাচ খেলেছেন ৮৩টি। এই গোলকিপারের নৈপুণ্যেই ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল খেলে আর্জেন্টিনা। আর্জেন্টিনার অভিজ্ঞ এই গোলকিপার এখন মাঠের বাইরে। তার পরিবর্তে নেয়া হয়েছে মেক্সিকোর দল টাইগ্রেসে খেলা নাহুয়েল গুজমান। তার অন্তর্ভূক্তির খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
৩২ বছর বয়সী গুজমান আর্জেন্টিনার হয়ে মাত্র ৬টি ম্যাচ খেলেছেন! আর ২০১৫ সালের পর জাতীয় দলে মাত্র ১টি ম্যাচ খেলেছেন তিনি! সেই ম্যাচে সিঙ্গাপুরকে ৬-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
