বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ১৭ দিন বাকি। এর পর আগামী ১৪ই জুন পর্দা উঠতে যাচ্ছে রাশিয়া বিশ্বকাপ। এর আগে কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে অংশগ্রহণকারী দলগুলো। আর সে লক্ষ্যেই আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৫টায় বুয়েন্স আইরেসে হাইতির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

তবে স্কোয়াডে ইনজুরির সমস্যায় ভুগছেন লুকাস বিলিয়া, সার্জিও আগুয়েরো, গ্যাব্রিয়েল মার্কাদো। অন্যদিকে সামনেই বিশ্বকাপ। আর তাই কোনো প্রকার ঝুঁকি নিতে চাইবেন না আর্জেন্টিনার কোচ হোর্হ সাম্পাওলি। তাই হাইতির বিপক্ষে প্রীতি ম্যাচে স্বাগতিক একাদশে কয়েকজন তারকার না থাকার সম্ভাবনাই বেশি।

সম্ভাব্য একাদশ- কাবালেরো, আনসালদি, মারকাদো/ওতামেন্দি, ফাজিও, তাগলিয়াফিকো, মাচেরানো, লো সেলসো, লানজিনি, মেসি, দি মারিয়া, হিগুয়েইন।

তবে এই একাদশে আসতে পারে পরিবর্তন। কারণ ওতামেন্দি ও মারকাদোকে নিয়ে যদি সাম্পাওলি ঝুঁকি নিতে না চান তাহলে সেন্টার ব্যাক হিসেবে সেই একাদশে দেখা যেতে পারে মার্কোস রোহোকে।