দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। আর কয়েক দিন পর শুরু হবে এই আসর। তবে আজই মাঠে নামছে ফুটবলের পরাশক্তি দলগুলো। বিশ্বকাপের আগে সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে দলগুলো। কিন্তু বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ থাকবে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ।

আজ শুক্রবার রাত ১১টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে স্বাগতিক দেশ রাশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। অপর দিকে রাত ১টা ৪৫ মিনিটে জার্মানি ও স্পেনের হাইভোল্টেজ ম্যাচটিও সম্প্রচার করবে চ্যানেলটি। রাশিয়ার লুঝনিকিতেই হবে বিশ্বকাপের উদ্বোধন ও সমাপনী ম্যাচ। এর আগে সিএ মাঠেই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সময় সূচি নিন্মে দেওয়া হল-

ব্রাজিল বনাম রাশিয়া, সরাসরি, রাত ১০টা, সনি টেন টু ও বেট ৩৬৫।

জার্মানি বনাম স্পেন, সরাসরি, রাত পৌণে ২টা, সনি টেন টু।

আর্জেন্টিনা বনাম ইতালি, সরাসরি, রাত পৌণে ২টা, সনি টেন ওয়ান ও বেট ৩৬৫।

ফ্রান্স বনাম কলম্বিয়া সরাসরি, রাত ২টা, সনি সিক্স ও সনি সিক্স এইচডি।