দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে পরাজিত হয়ে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। হতাশাজনক পারফরম্যান্সের করণে অবসরে যেতে শুরু করেছে দলের সিনিয়র খেলোয়াড়রা। সমালোচনার থাকা আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি অবশ্য সময় নিচ্ছেন নিজের সিদ্ধান্তের ব্যাপারে। আর্জেন্টিনাকেও নতুন উদ্যমে শুরু করতে হবে।

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর মাথা তুলে দাড়ানোর সুযোগ থাকছে আর্জেন্টিনার। নতুন করে দল গোছিয়ে পথ হাটঁর সমান। সামনের বছরই (২০১৯ সালে) কোপা আমেরিকার লড়াই। ২০২২ সালের কাতার বিশ্বকাপকে সামনে রেখে তরুণ খেলোয়াড়দের খোঁজে বের করার চেষ্টা করতে হবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। সেজন্য এবছর বেশকিছু প্রীতি ম্যাচ হাতে পাচ্ছে দেশটি।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে আমেরিকায় দুটি প্রীতি ম্যাচ খেলবে মেসিরা। ক্যালিফোর্নিয়াতে ৭ সেপ্টেম্বর গুয়েতেমালার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ। যাতে ১১ সেপ্টেম্বর মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

চলতি বছরের নভেম্বরে আরও দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। তবে এখনও প্রতিপক্ষ ঠিক হয়নি। তারপর অবশ্য চলতি বছরে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। পরের বছর, ২০১৯ সালের জুনে ব্রাজিলে বসবে কোপা আমেরিকার পরের আসর। সেখানে ঘুরে দাঁড়াতে দলকে ঢেলে সাজাতে পরীক্ষা-নিরীক্ষার জন্য এই কটি ম্যাচই আপাতত আর্জেন্টিনার সূচিতে।