
আগামী ১২ই সেপ্টেম্বর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে প্রিতি ম্যাচ খেলবে কলম্বিয়া। এর আগে ৭ সেপ্টেম্বর ভেনিজুয়েলারর বিপক্ষে প্রিতি ম্যাচ খেলবে তারা। তাই আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে কলম্বিয়া।
কলম্বিয়া ফুটবল দল-
- ডেভিড ওসপিনা,
- ইভান আরবোলেদা,
- সান্তিয়াগো আরিয়াস,
- ডেভিনসন সানচেজ,
- জেসন মুরিলিও,
- জস লাকামি,
- উইলিয়াম টেসিলো,
- ক্রিশ্চিয়ান বোর্জা,
- হেলিবেল্টন প্যালাসিয়স,
- ডেইভার মাচাদো,
- হুয়ান কুয়াদ্রাদো,
- মাতিউস আরিব,
- উইলমার বারিয়স,
- সেবাস্টেইন ভিলা,
- হুয়ান ফার্নান্দো,
- কুইন্টেরো,
- গুস্তাভো কুয়েলার,
- ইম্মি ছারা,
- নিকোলাস বেনেদেত্তি,
- জর্মান ক্যাম্পুজানো,
- রাদামেল ফ্যালকাও,
- লুইস মারিয়েল,
- কার্লোস বাক্কা,
- আলফ্রেডো মোরলস,
- লুইস দিয়াজ।
