
গুয়েতমালার সাথে এখন পর্যন্ত তিন বার দেখা হয় আর্জেন্টিনার। প্রথম দেখা ২০০৭ সালে সেই ম্যাচে ৫-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা এবং দ্বিতীয় ম্যাচ খেলে ২০১৩ সালে সেই ম্যাচে ৪-০ গোলে জয়লাভ করে আলবিসেলেস্তারা।
গুয়েতমালার সাথে দ্বিতিয় বারের দেখায় আর্জেন্টিনা ৪-০ গোলে জয়লাভ করে আর অই ম্যাচে হ্যাট্টিক করেন কিং মেসি সাথে একটি এসিস্ট।
আজ আবারও আর্জেন্টিনার সাথে দেখা হয় গুয়েতমালার। এই ম্যাচে ৩-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।
আর এতে তিন বারের দেখায় মোট ১২ গোল করে আর্জেন্টিনা। প্রতি উত্তরে কোন বল আর্জেন্টিনার জালে জড়াতে পারেনি গুয়েতেমালা।
