
অক্টোবারে ব্রাজিল ও ইরাকের বিপক্ষে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ কে সামনে রেখে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষনা।করেছে আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি।
এক নজরে দেখেনিন আর্জেন্টিনার স্কোয়াডঃ
গোলকিপারঃ
- সার্জিও রোমেরো,
- ফ্রাস্কো আরমানি,
- জেরোনিমো রুল্লি,
ডিফেন্ডারঃ
- নিকোলাস ওটামেন্ডি,
- বুনেস মৌরি,
- জার্মান পেলেজ্জা,
- ফ্রাবিসিও বুস্তস,
- নিকোলাস ট্যাগ্লিয়াফিকো,
- হুয়ান ফয়েথ,
- এর্লান ফ্রাকো,
- ওয়ালটার কেম্যান,
মিডফিল্ডারঃ
- জিওভানি লে সেলসো,
- সান্তিয়াগো আস্কাসিবার,
- রবার্তো পেরেইরা,
- ডি পাউল,
- ফ্রাস্কো কার্ভি,
- লিয়ান্দ্রো পারাদেস,
- ম্যাক্সি মেজা,
- রদ্রিগো বাট্টালি,
- একার্ডো সালভিও,
- রড্রিগো প্যালাসিও,
ফরোয়ার্ডঃ
- পাওলো দিবালা,
- মাউরো ইকার্দি,
- ক্রিশ্চিয়ান পাভোন,
- এঞ্জেল কোরেয়া,
- লাউতারো মার্টিনেজ,
- জিওভান্নি সিমিওনে,
