কিছু দিন আগে ইঞ্জুরীতে পড়ে রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেছে সার্জিও অ্যাগুয়েরো। এখন মিডফিল্ডের পরীক্ষিত খেলোয়ার লুকাস বিগলিয়াকে নিয়েও বিপাকে পড়েছে আর্জেন্টিনা। একটির পর একটি খারাপ খবর আর্জেন্টিনা শিবিরে। গুরুতর চোটে পড়েছেন এই এসি মিলান তারকা।

 

গত (শনিবার) সেরি আয় বেনেভেনতোর বিপক্ষে খেলতে নেমে ইঞ্জুরীতে পড়েছেন বিগলিয়া। খেলার ৭২ মিনিটের সময় চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। স্বাস্থ্য পরীক্ষার পর জানাগেছে, বিগলিয়ার মেরুদণ্ডের অন্তত দুটি হাড় ভেঙে গেছে। সেরে উঠতে ঠিক কত দিন লাগবে তা নির্দিষ্ট করে জানাতে পারেনি তারা। তবে বিশ্বকাপের আগে বিলিয়ার পুরো ফিট হওয়ার সম্ভাবনা কম।

আর্জেন্টিনার মিডফিল্ডে অন্যতম ভরসা বিগলিয়া বাছাইপর্বেও ১৩ ম্যাচ খেলেছেন। গত বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত সাত ম্যাচের প্রতিটিতে ছিলেন ৩২ বছর বয়সী এই তারকা।