রাশিয়া বিশ্বকাপের দলের জন্য আগামী ১৪ তারিখ ৩৫ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষনা করবে আর্জেন্টিনা কোচ সাম্পাওলি। সেই ৩৫ সদস্য থেকে পরীক্ষা নিরিক্ষা করে বাছাই করা হবে বিশ্বকাপের জন্য চুরান্ত ২৩ সদস্যের দল।

তবে এরই মধ্যে আর্জেন্টিনা মিডিয়ার খবর অনুযায়ী, ৩৫ সদস্যের দল ঘোষনা করলেও এরই মধ্যে ২০ জনের নাম বিশ্বকাপের জন্য চুরান্ত হয়ে গেছে। বাকি ১৫ জনের মধ্য থেকে তিনজনকে বাছাই করার মুল কাজটিই করবেন আর্জেন্টিনা কোচ।

দেখো নিন কে কে এই দলে যায়গা পেয়েছে।

গোলকিপার: রোমেরো, সাবালেরো।

ডিফেন্ডার: সালভিও, মার্সেদো, ওতামেন্ডি, ফাজিও, রোজো, অ্যাকুনা, টাগলিয়াফিসো।

মিডফিল্ডার: ম্যাশ্চেরানো, বিগলিয়া, বানেগা, লো সেলসো, ডি মারিয়া, লানজিনি।

ফরোয়ার্ড: হিগুয়াইন, অাগুয়েরো, মেসি, দিবালা, প্যাভন।