
জনপ্রিয় খেলাধুলার মাঝে ৯০ মিনিটের ফুটবল খেলা জনপ্রিয়তা একটু বেশি। তাই অন্যন দল গুলোর থেকে ব্রাজিল আর্জেন্টিনা নিয়েই বেশি আলোচনা হয়। সেখানে আলোচনার ঝড় উঠে কার কত রেকর্ড। তাই আজ আর্জেন্টিনার কিছু রেকর্ড তুলে ধরা হলো।
দেখেনিন আর্জেন্টিনার কিছু রেকর্ড :
১) বিশ্বকাপ ৫বার ফাইনাল ২রার চ্যাম্পিয়ন ৩বার রানার আপ।
২) কোপা আমেরিকা ২৭বার ফাইনাল(সর্বোচ্চ)১৪বার চ্যাম্পিয়ন(সর্বোচ্চ)১২বার রানার আপ।
৩) ফিফা কনফেডারেশন কাপ ৩বার ফাইনাল ১বার চ্যাম্পিয়ন ২বার রানার আপ।
৪) অলিম্পিক টুনামেন্ট ৪বার ফাইনাল ২বার চ্যাম:২বার রানার আপ।
৫) ইতিহাসের প্রথম দল হিসাবে ফিফা স্বীকৃত সব ট্রপি নেওয়া।
৬) পান আমেরিকার সর্বোচ্চ ৬বারের শর্ন্য বিজয়ী দল।
৭) ২বারের সিলভার বিজয়ী দল।
৮) ৩বারের ব্রোঞ্জ মেডেল বিজয়ী দল।
৯) ইতিহাসের প্রথম সর্বোচ্চ রেংকিং ৫৪পয়েন্ট পাওয়া দল।
১০) ফিফা স্বীকৃত সব আন্তজার্তিক ট্রপি জেতা ১ম লাতিন ফুটবল দল।
১১) মোট ট্রপি ১৯টা যা ৫বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের চেয়ে বেশি।
১২) সর্বকালের সেরা একাদ্বশে ৩জন মেসি ম্যারাডোনা ডি স্টেফানো ব্রাজিলের থেকে একজন বেশি।
