চলতি মাসে আর্জেন্টিনার বিপক্ষে আন্তর্জাতিক প্রিতি ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল। এক বছরের অধিক সময় পর আবারও দেখা হচ্ছে দুই দলের। তার আগে ব্রাজিলের মুখমুখি হবে সৌদি আরব। অপরদিকে আর্জেন্টিনার মুখমুখি হবে ইরাক।

আগামীকাল ১২ তারিখ রাত ১১.৪৫ মিনিটে মাঠে নামবে ব্রাজিল ও সৌদি আরব। অপরদিকে ১২টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও ইরাক।

এর পর ১৬ তারিখ ল্যাতিন আমেরিকার দুই পরাশক্তি একে অন্যের বিপক্ষে নামবে মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১:৪৫ মিনিটে।

আগামীকাল রাত ১২টায় আর্জেন্টিনা বনাম ইরাকের ম্যাচটি সরাসরি দেখাবে বেন স্পোর্টস। এছাড়া Bet265 চ্যানেলেও দেখাবে ম্যাচটি। একই চ্যানেলে রাত ১১:৪৫ মিনিটে ব্রাজিল ও সৌদি আরবের ম্যাচটি দেখাবে।