রাশিয়া বিশ্বকাপের উন্মাদনা ভাসছে পুরো বিশ্ব। বাংলাদেশে বিশ্বকাপের উন্মাদনা একটু বেশি। কারণ হলো ব্রাজিল-আর্জেন্টিনা। তবে এ নিয়ে শুধু উন্মাদনাই নয় সংঘাত হচ্ছে নিয়মিত।

তবে বাংলাদেশী আর্জেন্টিনা ভক্তদের খুশির খবর আছে। তা হলো ‘বাংলাদেশের সাথে প্রীতি ম্যাচ খেলবে আর্জন্টিনা’ এমনি এক পিটিশন তৈরি করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

গতকাল আর্জন্টিনার একটি টিভি চ্যানেলে বাংলাদেশের সমর্থকদের নিয়ে একটি নিউজ প্রকাশিত হয়। আর তাতেই আর্জেন্টিনার সবত্র ছড়িয়ে পরে বাংলাদেশের কথা।

আর এসব দেখেই একটি পিটিশন তৈরি করলো আর্জেন্টিনা ফুটবল ফেডারেশ। যার বিষয় ছিল : “বাংলাদেশের রাজধানী ঢাকাতে আর্জেন্টিনা এবং বাংলাদেশের একটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা হবে। যেখানে মেসিসহ প্রধান সব খেলোয়াড়রা খেলবে!”

অ্যাপ ডাউনলোড করুন : FIFA World Cup 2018