
চলতি বছরের নভেম্বর মাসে মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুইটি প্রিতি ম্যাচই হবে এই বছরে আর্জেন্টিনার শেষ ম্যাচ।
বুধবার (১০ অক্টোবর) মেক্সিকান ফুটবল ফেডারেশনের মুখপাত্র বিয়াত্রিজ রামোস জানান, দুটি ম্যাচই হবে আর্জেন্টিনায়। কোন শহরে খেলা হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি।
রামোস বলেছেন, ‘নভেম্বর মাসে আর্জেন্টিনার বিপক্ষে প্রিতি ম্যাচ খেলার জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে একমত হয়েছি। ১৭ ও ২০ নভেম্বরের অনুষ্ঠিত হওয়া এই ম্যাচের ভেন্যু শিগগিরই জানানো হবে।’
