সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ এ ও শ্রীলঙ্কা ‘এ’ দল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ ’এ’ দল। মিজানুর ও ফজলে রাব্বির অর্ধশতকে ও আরিফুলের বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলংকা ‘এ’ দলকে ২৮১ রানের টার্গেট দেয় বাংলাদেশ এ দল।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভাল সুচনা করে বাংলাদেশ। তবে ভালো সুচনা এনেও ৩৪ বল খেলে ২৪ রান করে ক্যাচ আউট হয়ে ফিরে যান সৌম। আরেক ওপেনার মিজানুর ফিফটি করে আউট হন ৬৭ রান। এরপর ১৮ রানে ফিরে যায় জাকির হোসেন। তখন ফজলে রাব্বি ও মোহম্মদ মিথুনের ৯৫ রানের জুটির উপর ভর করে ভালো অবস্থানে যায় বাংলাদেশ। ফজলে রাব্বি ৫৯ ও অধিনায়ক মোহম্মদ মিথুন ৪৪ বলে ৪৪ রান করেন।

তবে শেষর দিকে চমক দেখান অলরাউন্ডার আরিফুল হক। ব্যাট হাতে মাত্র ২২ বলে ৪৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন এই অলরাউন্ডার ব্যাটসম্যান। তার এই ৪৭ রানের ইনিংসে ৪ টি বিশাল ছক্কা ও ৩ টি চারের বাউন্ডারি হাকান। আর বাংলাদেশ তাদের নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮০ রান করে।