আফগানিস্তানে নিরাপত্তার কারণে কোনে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় না। আফগানিস্তান তাদের হোম সিরিজগুলো বাইরের দেশে খেলে থাকে। বাংলাদেশের বিপক্ষে  টি-টোয়েন্টি সিরিজটি তারা আয়োজন করেছে ভারতে দেরাদুনে। গতকাল (রবিবার) সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪৫ রানে পরাজিত করেছে আফগানিস্তান।

এই সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের দেরাদুনে। কালকের ম্যাচ দিয়ে দেরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। এদিন মাঠে প্রচুর সংখ্যক দর্শক ছিল। আফগানিস্তানের অনেক সমর্থক এদিন মাঠে এসেছিলেন।

রবিবার ম্যাচ শেষে আফগানিস্তান দলের অধিনায়ক আসঘার স্টানিকজাই বলেন, ‘প্রতিটি সিরিজ, প্রতিটি টুর্নামেন্টের প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। আজ বিশেষ করে আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলেছে। মাঝের ওভারে আমরা কিছু উইকেট হারানোর পর শফিক ও সামিউল্লাহ আমাদের মোমেন্টাম এনে দিয়েছে। আমি আমার বোলারদের সম্পর্কে জানি কাকে কখন ব্যবহার করতে হবে। এখানকার কন্ডিশন আমাদের জন্য ভালো। আমি আফগানিস্তানের মানুষদের অভিনন্দন জানাতে চাই। দর্শকদের ধন্যবাদ। মনে হচ্ছিল আমরা আফগানিস্তানে খেলছি।’