ওয়াহিদুল গনি। যাকে বলা হয় বাংলাদেশ ক্রিড়া জগতের একজন অভিভাবক। বর্ষীয়ান এই ক্রীড়া ব্যাক্তি ২০০৫ সাল থেকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কোচ হিসেবে নিয়োজিত আছেন । তার হাতে অনেক ক্রিকেটারের উথ্থান হয়েছে। তবে তার সবচেয়ে বড় পরিচয় হল তার হাত ধরেই উঠে এসেছে আশরাফুল ও শাহারিয়ার নাফিসের মত ক্রিকেটার ।

তবে এত কিছুর পরও তার মাঝে নেই বিন্দু মাত্র অহংকার। বরং সবকিছুর কৃতীত্ব দিয়েছেন তার ছাত্রদেরই ।

তিনি বলেন, আশরাফুল যখন ক্রিকেটার হয়নি, তখনো কিন্তু আমি কোচিং করাই। কিন্তু কেউ আমাকে চিনত না। যেই  আশরাফুল শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করল, ওই মুহূর্ত থেকে সবাই আমাকে চেনা শুরু করে। আর আমিও ‘কোচ’ হয়ে গেলাম। সত্যি বলতে কী, খেলোয়াড়রাই কোচ তৈরি করে। খেলোয়াড় যত ভালো হবে, কোচও তত ভালো হবে। ওদের (আশরাফুল, নাফিস) তাদের প্রতিভা দিয়ে আমাকে কোচ বানিয়ে দিয়েছে।

তিনি বলেন, আশরাফুল কে বিশ্ব ক্রিকেটে তুলে ধরার কৃতিত্ব তাকে দেওয়া হলে, লজ্জায় পরে যান তিনি।

তিনি ববলেন“যে ক্রিকেটারের প্রতিভা আছে, সে বড় হবেই। আশরাফুল যদি আমার কাছে কোচিং না করত, তবু ও ক্রিকেটার হতো। কিন্তু ও আমার কাছে না আসলে কোচ হিসেবে আমার এত নামডাক হতো না। এ কারণে আশরাফুলের কোচ হিসেবে অনেকে যখন আমাকে অনেক কৃতিত্ব দেন, তখন লজ্জা লাগে।

কেননা আশরাফুল ক্রিকেটার হয়েছে নিজের যোগ্যতায়। আমি কিছুটা সাহায্য করেছি মাত্র। আশরাফুল কিংবা শাহরিয়ার নাফীস যে মিডিয়ায় বারবার আমার কথা বলে, এটি ওদের মহত্ত্ব। শুনতে আমার ভালোই লাগে। আবার মানুষ এটি বেশি বেশি বলায় একটু বিব্রতও হই। ”