
একটা সময় ছিল যখন বাংলাদেশ কোন বড় দলকে হারাতো তখন বলা হতো ঐটা অঘটন! আর ঐ সময় প্রতিটি অঘটনের পিছনে একজনই কারিগর ছিল। সে হলো আশরাফুল! যার ব্যাট হাসলে হাসতো গোটা দেশ।
প্রতি পক্ষের বলাররা যখন হেসে খেলে আমাদের উইকেট নিতো তখন এই ছোট খাটো মানুষটাই শুধু জবাব দিত ব্যাট দিয়ে। বাঘা বাঘা বলারদেও নিজের ইচ্ছেমত মতো পিটাতো।
বাংলদেশ দল আগের অবস্থানে নাই! কত খেলোয়াড় আসলো। চলে গেলো। কত জনকে মনে রেখেছে মানুষ? কিন্তু এই মানুষটাকে আজ কেউ ভুলতে পারে নাই। আশরাফুল খেলবে জাতীয় দলে এখনো আশায় বুক বাধে লাখো বাঙালি!
এখনো স্বপ্ন বাধে বুকে লাখো বাঙ্গালী কবে আবার লাল সবুজের জার্সি গায়ে মাঠে ফিরবেন আশরাফুল,
