
কয়েক দিন আগেই শেষ হল ২০১৭/১৮ ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আসর। এই আসর শেষ করে ক্রিকেটারারা এখন অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে আসন্ন বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের জন্য। আগামী ১০ই এপ্রিল থেকে শুরু হচ্ছে বিসিএলের এবারের আসর।
বিসিএলে অংশ নিবে আন্তজাতিক কোন ম্যাচ না থাকায় প্রায় সব ক্রিকেটার। এবারের বিসিএলে মাঠে নামবেন ঢাকা প্রিমিয়ার লীগে ডিপিএলে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি হাঁকানো মোহাম্মদ আশরাফুলও।
ডিপিএলের ধারাবাহিকতা বিসিএলেও ধরে রাখতে চাইবেন তিনি। এর আগে ২০১৭ সালে ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞা কাটিয়ে ডিপিএলে অধিনায়ক হিসেবে ফেরে আশরাফুল। কিন্তু তেমন ভালো পারফর্ম করতে না পারায় নিজ ইচ্ছাতেই অধিনায়কত্ব ছেড়ে দেন। তবে এবার বিসিএলে অধিনায়ক হিসেবেই দেখা যেতে পারে আশরাফুলকে।
এবারের বিসিএলে ইস্ট জুনের হয়ে খেলবেন তিনি। দলটিতে অন্যান্য ক্রিকেটারের তুলনায় আশরাফুল অনেক অভিজ্ঞ এবং এর আগেও জাতীয় দলের হয়ে তার অভিজ্ঞতা থাকায় অধিনায়ক হিসেবে তাকেই দেখা যেতে পারে।
