
ঢাকা প্রিমিয়ার লিগের চলমান আসরের রেলিগেশন লিগের দ্বিতীয় ম্যাচে এসে আবারও শতকের দেখা পেয়েছেন কলাবাগান ক্রীড়া চক্রের ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। আর এতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা তিন ম্যাচে শতক হাঁকানোর কৃতিত্ব গড়লেন ৩৩ বছর বয়সী এ ব্যাটসম্যান।
ম্যাচের শুরু থেকে দলের হাল ধরে ধীরগতিতে ব্যাট করতে থাকা আশরাফুলের বিরল রেকর্ডে নাম লেখানোর জন্য ইনিংসের শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। সোহরাওয়ার্দীর করা ৫০তম ওভারের প্রথম বলে বাউন্ডারি নিয়ে সে সমীকরণকে চার রানে নিয়ে আসেন তিনি। পরের দুই বলে এক রান করে নিলে ইনিংসের শেষ বলে শতক পেতে ২ রান লাগতো আশরাফুলের। শেষ বলে আবারও চার মেরে সেই সমীকরণ পূর্ণ করেন তিনি।
একই সাথে নিজের নাম তুলে ধরেন রেকর্ড বইয়ে। শতক হাঁকালেও আজকের ইনিংসটি ছিল বেশ ধীরগতির। ১৯৩ মিনিট ক্রিজে থেকে ব্যাট করা এ ব্যাটসম্যান অর্ধশতক পূর্ণের জন্য ব্যয় করেন ১০২ বল। ৪ চারে অর্ধশতক পূর্ণ করার পর কিছুটা আক্রমণাত্বক মেজাজে ব্যাট করতে শুরু করেন তিনি। আর এতেই পেয়ে যান কাঙ্ক্ষিত শতকের দেখা। শেষ পর্যন্ত ১৩৭ বল খেলে ১০ চারে শতক তুলে নেন তিনি।
