
ক্রিকেট থেকে আশরাফুলে সবধরনের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে সামনের মাসের ১৩ তারিখ। আর তাই জানুয়ারিতে বিপিএলের আসরে খেলতে কোন বাঁধা নেই। আর তাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার উপাই হিসেবে বিপিএলকেই বাছে নিবেন টাইগারদের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান।
আর বিপিএলের আগে নিজেকে প্রস্তুত করার মিশনেও নামছেন আশরাফুল। এ নিয়ে সাংবাদিকদের বলেন, ‘ ব্যাটিং ভালো হচ্ছে। আর এখন যেহেতু খেলা নেই, সুতরাং পুরোপুরি মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত হতে চাচ্ছি। আশা করি এবারের বিপিএলে খেলতে পারবো। আর এখন আমি বিপিএলের জন্য পুরোপুরি কাজ শুরু করবো।’
নিজেকে তৈরি করার জন্য বিসিবির ট্রেইনারদের সাথেও কাজ করবেন আশরাফুল। এটাকেই মূল লক্ষ্য নিয়ে আশরাফুল বলেন, ‘মাঝখানে তিন চারটি মাস যেহেতু আমাদের কোনো ক্রিকেট নেই চেষ্টা করবো শারীরিক দিক থেকে ফিট থাকতে, স্কিল ট্রেনিংও করবো। ক্রিকেট বোর্ডের ট্রেনারদের সাথে কাজ করবো। এটাই মূল লক্ষ্য।’
