
লিটিল মাস্টার মোহাম্মদ আশরাফুল ছিলো বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম সুপার স্টার। বাংলাদেশের অনেক জয়ে সাক্ষী হয়েছিলো এই খেলোয়াড়। ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার আগে বেশ কিছু রেকর্ড নিজের কতে নিয়েছিলো। যা এখন পর্যন্ত কেউ ভাঙ্গাতে পারেনি।
বাংলাদেশি অধিনায়ক হিসেবে মুহাম্মদ আশরাফুলের এমন একটি রেকর্ড আছে যা বাংলাদেশের অন্যন কোন অধিনায়কের নেই।মোহম্মদ আশরাফুল ৩৮টি ওয়ানডে ম্যাচে অধিনায়ক হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ২৫টি ম্যাচে জিতেছেন টস। আর টসজয়ী ২৫ ম্যাচের একটি ম্যাচে করেছে সেঞ্চুরি। যা বাংলাদেশি অন্যকোন অধিনায়কের নেই।
২০০৮ সালের আরব আমিরাতের বিপক্ষে করে এই সেঞ্চুরিটি। এশিয়া কাপের সে ম্যাচে আশরাফুল ১২৬ বলে ১০৯ রান করে ছিলেন।
