এবারই প্রথম ঘরোয়া ক্রিকেটে ফিটনেস টেস্ট পরীক্ষা চালু করেছে বিসিবি। আর তাই জাতীয় ক্রিকেট লীগকে (এনসিএল) সামনে রেখে ফিটনেট পরীক্ষা বিপ টেস্ট শুরু হয়েছে। আর এই ফিটনেস টেস্ট দারুন ফলাফল করেছেন মোহম্মদ আশরাফুল।

এনসিএলে ঢাকা মেট্রোর হয়ে খেলেন মোহাম্মদ আশরাফুল। আজ বিফ টেস্টে ১২ এর মধ্য ১১.৪ পয়েন্ট পেয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক।

আশরাফুল বিসিবির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ফিটনেস পরীক্ষা বা ‘বিপ টেস্ট’ নিয়ে অবশ্যই এটা খুবই ভাল একটা উদ্যোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রতিটা দলের প্লেয়ারদের ফিটনেস টেস্ট নেয়া হচ্ছে। আজ আমাদের ঢাকা মেট্রোর ছিল। এই প্রস্তুতিটা আসলে খুবই দরকার।’

সামনে আরও উন্নতি করার লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে আশরাফুল আরো বলেন, ‘একটা টুর্নামেন্টের আগে যদি আমরা দল হিসেবে অনুশীলন করতে পারি, যার যার ফিটনেসের অবস্থা যদি আমরা জানি তাহলে ভাল হয়। আগে দেখা যেত আমরা দুই-তিনটা ম্যাচ খেলার পর ফিটনেস সম্পর্কে সচেতনতা আসত। এখন কিন্তু আমরা প্রায় সাবাই সচেতন। আজ ১১.৪ (১২ তে) এসেছে, বিপ টেস্টে যা খুবই ভাল। আশা করব যে সামনে আরও উন্নতি হবে।’