দলের সিনিয়র ক্রিকেটারদের ইঞ্জুরির কারণে দল গঠনে বিপাকে পরেছে বিসিবি। সেই কারণে দলে সুযোগ পেতে পারে পাঁচ বছর নিষেধাজ্ঞায় থাকা আশরাফুল। ইঞ্জুরির কারণে জিম্বাবুয়ে সিরিজে থাকছে না তামিম, সাকিব।

অন্যন দিকে বুকের ব্যাথ্যার করণে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে থাকতে পারে মুশফিক। সেই সাথে টেস্ট ক্রিকেট থেকে দুরে আছে মাশরাফি। ২০০৯ সালের পর আর জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেট খেলেনি মাশরাফি।

দলের চার জন সিনিয়র ক্রিকেটার না থাকা দল গঠনে ঝামেলায় পরতে হচ্ছে বিসিবিকে। তাই সিনিয়র ক্রিকেটার হিসেবে দলে জায়গা পেতে পারে আশরাফুল।

আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে টাইগারদের জিম্বাবুয়ে সিরিজেে প্রস্তুতি৷ কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি প্রাথামিক স্কোয়াড। ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু হলেও টেস্ট দল গঠনে বেশ বিপাকে পড়েছেন প্রধান নির্বাচক জয়নুল আবেদীন নান্নু।

বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নান্নু বলেন, “জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজটি অত্যন্ত কঠিন হবে। তামিম-সাকিব না থাকায় দল গঠনে বেশ পরিক্ষা দিতে হবে। তবে নতুনদের জন্যও এটি একটি বড় সুযোগ।”