
এত দিন এই দিনটির অপেক্ষায় ছিলো মোহাম্মদ আশরাফুল। অনেক প্রতিক্ষার পর এই দিনটি পেলো। বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারির পর আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএল থেকে নিষিদ্ধ হয়েছিলো এই ক্রিকেটার। তাই এত দিন বিপিএল খেলতে পারেনি। তবে বিপিএলের ছষ্ঠ আসরে দল পেয়েছে আশরাফুল।
রোববার (২৮ অক্টোবর) বিপিএলের প্লেয়ার ড্রাফট থেকে আশরাফুলকে কিনে নেয় চট্রগ্রাম। সবকিছু ঠিক থাকলে আগামি ৫ জানুয়ারি থেকে গড়ানো বিপিএলে ব্যাট হাতে তাকে দেখা যাবে মাঠে। বিষয়টিতে ঠিক বিস্মিত তিনি নন, তবে আপ্লুত তিনি। বিপিএলে ভাল পারফর্ম করলেই স্বপ্নের জাতীয় দলে ঢোকার রাস্তাটি প্রশস্ত হবে, এ ভাবনাই চলছে সাবেক এই অধিনায়কের মনে।
রোববার (২৮ অক্টোবর) মুঠোফোনে নিজের এমন আবেগের কথাই জানান।
আশরাফুল বলেন, ‘ভাল লাগছে। চেষ্টা করবো ভালো কিছু করার। দলকে ম্যাচ জেতানোর জন্য অবদান রাখতে চাই। এই ফরম্যাটটার জন্য আমি অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম। এর আগে ঢাকা লিগ, ন্যাশনাল লিগ, বিসিএল খেললাম। আন্তর্জাতিক মানের এই টুর্নামেন্টটা খেলা হয়নি। এখানে বিদেশি খেলোয়াড়রা থাকে, খেলা সম্প্রচার হয়। যেহেতু আমার স্বপ্ন বাংলাদেশ দলে খেলা তাই এখানে ভাল খেললে আমার সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে।’
