বাংলাদেশ জাতীর দলের জন্য কোচ খুজছেন বিসিবি। সেখানে বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন রিচার্ড পাইবাস। দারুণ হিসেব নিকেশ করে দল পরিচলনা করতে পছন্দ করেন তিনি।  নিজের শীষদের দুর্বল জায়গা গুলো যেমন নোট করে রেখে আলাদা কাজ করেন, ঠিক একইভাবে প্রতিপক্ষের সেরা ক্রিকেটার নিয়ে পরিকল্পনা করার ক্ষেত্রেও এর আগে মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।

আগের মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে মনিমালিন্যা ছিল না তার। ২০১২ সালে লম্বা সময়ের জন্য আসলেও বেশি দিন থাকতে পারেনি তিনি। চার মাস থেকেই বিদায় নিতে হয় তাকে।

এছাড়াও পাকিস্তানে যাতায়াত করেছেন তিনবার। অল্পতেই মেজাজ হারিয়ে সিধান্ত নেওয়ার কিছুটা বাতিক আছে তার। আর তাই তাকে কোচ বানানোর আগে কিছু বিষয়ের দিকে নজরেমম দেওয়া উচিত বিসিবির– এমনটা মনে করেন দেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।

“উনি (পাইবাস) কোনো জায়গায় স্থির থাকে না। পাকিস্তান সফরে তিনি তিনবার গিয়ে ছিলেন তিনি। আমরা ভেবেছিলাম উনাকে লম্বা সময় পাবো। কিন্তু চার মাস পরেই তিনি কোচিং ছেড়ে চলে যান। কাউকে কোচ বানাতে হলে এসব ব্যাপারেও খেয়াল রাখা উচিত আমাদের”, বলছিলেন আশরাফুল।

তবে তিনি ঠিকমতো থাকতে পারলে তার হাত ধরেই অনেক পথ অতিক্রম করবে বাংলাদেশ ক্রিকেট টিম– এমনটা মনে করছেন আশরাফুল। ২০১২ সালের স্মৃতি রোমন্থন করতে করতে যমুনা টিভিকে আশারাফুল জানিয়েছেন,

“আমরা টি-টুয়েন্টিতে বিশ্বকাপ পেতে পারি, এমন স্বপ্ন তিনি আমাদের দেখিয়েছিলেন মাত্র চার মাসেই। ঐ সময়ে সেটা আমাদের জন্য অনেক কঠিন ছিল। তারপরেও তার বিশ্বাস ছিল যে অন্তত টি-টুয়েন্টিতে আমরা ভালো করতে পারি। এই স্বপ্ন তিনি দেখাতেন।