বাংলাদেশ জাতীয় দলের কোচ হাথুরুসিংহে যাওয়ার পর এখন নতুন কোচের খুজে আছে বাংলাদেশ।  আর সেই তালিকায় এগিয়ে আছে আছে বাংলাদেশের সাবেক কোচ পাইবাস।

২০১২ সালে অল্প সময়ের জন্য বাংলাদেশের কোচ ছিলেন পাইবাস।  এরপর নানান ঝামেলার অভিযোগে কোচের চাকরি ছেড়ে চলে যান তিনি।    তবে নতুন করে আবারো বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এজন্য বাংলাদেশে এসে ইন্টারভিউ দিয়ে গেছেন।  সেই সাথে নিজের পরিকল্পনা জানিয়ে দিয়েছেন বোর্ডকে।  ১০ বছরের দীর্ঘ মেয়াদী এক পরিকল্পনা কপি ধরিয়েছেন তিনি বোর্ডকে।

পাইবাস সম্পর্কে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছিল, ওনি যা বলেছে তা খুবই ভালো।  তবে তার পরিকল্পনা অনেক দীর্ঘ মেয়াদী।  কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে পারলে আমাদের ক্রিকেটের জন্যই ভালো হবে।  তবে আমাদের দীর্ঘ মেয়াদীর সাথে সল্প মেয়াদী পরিকল্পনাও করতে হবে।  কারন সামনেই বিশ্বকাপ।

তবে পাইবাসকে সমর্থন করচছেন বাংলাদেশের একসময়ের সেরা তারকা আশরাফুল।  তিনি বলেন, পাইবাস ক্রিকেটারদের থেকে ভালোটা বেড় করে আনতে জানে।  সে অনেক ছোট ছোট ভুল গুলো নিয়েও কাজ করে।  তাই বাংলাদেশের জন্য এই মুহুর্তে সেই সেরা হবে।

এর আগে যখন ২০১২ সালে পাইবাস বাংলাদেশে এসেছিলেন তখন তার প্রিয় ছাত্র ছিল আশরাফুল।  তাই আবারো যদি পাইবাস বাংলাদেশে তাহলে হয়তো জাতীয় দলে ফিরতে পারে আশরাফুল।   সেই চিন্তাতেই কি পাইবাসকে নিজের সমর্থন জানাল আশরাফুল!