
ঢাকা প্রিমিয়ার লীগে আজকের দিনটি ছিলো বাংলার টাইগারদের জন্য। আজকের দিনে ৫ টাইগারের সেঞ্চুরি। এ যেন সেঞ্চুরিময় একটি দিন।
ডিপিএলে লিটন দাসের ১২৩ বলে ১৪৩* রানের দারুণ এক সেঞ্চুরির সৌজন্যে কলাবাগান ক্রীড়াচক্রকে ৮ উইকেটে হারালো প্রাইম দোলেশ্বর। এটি লিটনের ক্যারিয়ার সেরা ইনিংস। লিটনের ১৪৩* রানের ইনিংসে ছিলো ১৪ টি চার এবং ৩ টি ছক্কা। লিস্ট ‘এ’ তে লিটনের এটি ৫ম সেঞ্চুরি।
আবাহনীর হয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১০৮ রান করেছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ১৩২ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ইনিংসটি সাজান ১৯ বছর বয়সি এই ব্যাটসম্যান।
কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ১৩১ বলে ১১টি চারে ১০৪ রান করেছেন মোহাম্মদ আশরাফুল। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। এই সেঞ্চুরির পথে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
আশরাফুল আউট হওয়ার পরের বলেই সেঞ্চুরি করেছেন তার সতীর্থ তাইবুর। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন ২৬ বছর বয়সি এই ব্যাটসম্যান। ১০৯ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ১১৪ রানে অপরাজিত ছিলেন তাইবুর।
ওপেনিংয়ে নেমে ১০২ রান করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক জহুরুল ইসলাম। ১৪২ বলে ৫টি চার ও একটি ছক্কায় ইনিংসটি সাজান জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান।
