এখন পর্যন্ত লিস্ট এ ক্যারিয়ারে কোনো বাংলাদেশী প্লেয়ার হ্যাটট্রিক সেঞ্চুরি করতে পারেনি। মোহাম্মদ আশরাফুল আজকে সেঞ্চুরি করে হ্যাটট্রিক সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন। অর্থাৎ বাংলাদেশের হয়ে লিস্ট এ ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা তিনটি সেঞ্চুরী করলেন মোহাম্মদ আশরাফুল।

এছাড়া বাংলাদেশের ঘরোয়া ওয়ানডেতে এক মৌসুমে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫টি সেঞ্চুরী করার কৃতিত্ব দেখালেন বাংলাদেশের প্রথম সুপারস্টার ও সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরীয়ান মোহাম্মদ আশরাফুল। আর বর্তমানে ১৩ ম্যাচে ৬৬.৫০ গড়ে ৬৬৫ রানের মালিক মোহাম্মদ আশরাফুল। অপরদিকে এনামুল হক বিজয়ের সংগ্রহ ৬৬০ রান।