বাংলাদেশ জাতীয় দলের বাহিরে থাকা ক্রিকেটার আসরাফুল। বিপিএলে ঘটনা চক্রে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পরেন তিনি। এর পর আর জাতীয় দলে ফিরা হয়নি তার। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার আগের ফর্ম নিয়ে জাতীয় দলে আসার। সেই ফর্ম ফিরে পেতে আশরাফুলকে পরামর্শ দেন মাশরাফি।

এনিয়ে আশরাফুল বলেন, আমার স্কিল এবং ক্লাস নিয়ে তার কোন প্রশ্ন নেই। তিনি বললেন আমার সমস্যা নাকি ফিটনেসে। শরীর ভারি হয়ে যাওয়ায় আমার দক্ষতা ঠিকঠাক প্রয়োগ করা যে কষ্টকর হয়ে যাচ্ছে, সেটাও বুঝিয়েছেন মাশরাফি।

এক সময়ের সতীর্থের এমন কথাই আশরাফুলকে অনুপ্রাণিত করে তোলে এবং ফিটনেস নিয়ে কঠিন পরিশ্রম করা শুরু করেন তিনি। যার ফলও পেয়ে যান হাতেনাতে। মাশরাফির সঙ্গে ওই কথোপকথনের পর আশরাফুল খেলেছেন মোট পাঁচটি ইনিংস। এর মধ্যে সেঞ্চুরি পেয়েছেন দুটিতে।

একটি হাফ সেঞ্চুরি। তার এমন পারফর্ম নিঃসন্দেহে দারুণভাবে অবাক করেছে তার ক্লাব কর্তৃপক্ষকে।  ঢাকা লিগের রেলিগেশন পর্যায়ে আরো দুটি ম্যাচ খেলবে আশরাফুলের দল কলাবাগান। সেখানেও যদি তিনি রান করার ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তবে তার জাতীয় দলে ফেরার স্বপ্নটা নিঃসন্দেহে আবার জোর পেতে শুরু করবে।