
চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুনামেন্ট এশিয়া কাপ।
প্রতিবারের মতো এবারও এই টুর্নামেন্টের অংশগ্রহণ করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওয়ানডে ফরম্যাটের অনুযায়ী অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এই টুর্নামেন্টের অংশগ্রহণ করবে মোট ছয়টি দল। এই টুর্ণামেন্টে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে। প্রথম রাউন্ডের থেকে চারটি দল খেলবে সুপার ফোর রাউন্ডে।
দেখে নিন এশিয়া কাপের প্রতিটি ম্যাচের চূড়ান্ত সময়সূচি
গ্রুপ পর্ব :
১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলংকা – দুবাই।
১৬ সেপ্টেম্বর:- পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল : (দুবাই)।
১৭ সেপ্টেম্বর:– শ্রীলংকা বনাম আফগানিস্তান : (আবু ধাবি)।
১৮ সেপ্টেম্বর:- ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল : (দুবাই)।
১৯ সেপ্টেম্বর:- ভারত বনাম পাকিস্তান :(দুবাই)।
২০ সেপ্টেম্বর:- বাংলাদেশ বনাম আফগানিস্তান : (আবু ধাবি)। সুপার ফোর রাউন্ড :
২১ সেপ্টেম্বর:- গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ।
২১ সেপ্টেম্বর:- গ্রুপ ‘বি‘ বিজয়ী বনাম গ্রুপ ‘এ‘ রানার্স আপ।
২৩ সেপ্টেম্বর:- গ্রুপ ‘এ‘ রানার্স আপ বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ।
২৩ সেপ্টেম্বর:- গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ বিজয়ী।
২৫ সেপ্টম্বর:– গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘এ‘ রানার্স আপ।
২৬ সেপ্টেম্বর:- গ্রুপ ‘বি‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ।
২৮ সেপ্টেম্বর:- ফাইনাল।
