
চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড।
এশিয়া কাপে আফগানিস্তানের ১৭ সদস্যের স্কোয়াডঃ
- আসগর স্তানিকজাই (অধিনায়ক),
 - মোহাম্মদ শাহজাদ (উইকেট রক্ষক),
 - নজীবুল্লাহ জাদরান,
 - সামিউল্লাহ শেনওয়ারী,
 - করীম জান্নাত,
 - রশিদ খান,
 - শারাফউদ্দীন আশরাফ,
 - মুজিব-উর রহমান,
 - ইহসানুল্লাহ জান্নাত,
 - আফতাব আলম,
 - ওয়াফাদার মোহাম্মদ,
 - জাবেদ আহমেদী,
 - মোহাম্মদ নবী,
 - গুলাবদিন নাইব,
 - মুনির আহমেদ,
 - আহমেদ শেহজাদ,
 - হাসমত শাহিদী।
 
