
চলতি মাসের ১৫ তারিখ পর্দায় উঠতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর। এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরমেটে। প্রতিবারের মত এই আসরে অংশগ্রহণ করবে ৬ টি দল। আসন্ন এই টুনামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট টিম।
এশিয়া কাপের পাকিস্তান দলঃ
- সরফরাজ আহমেদ(অধিনায়ক),
 - ফখর জামান,
 - ইমাম-উল হক,
 - শাদাব খান,
 - ইমাদ ওয়াসিম,
 - মোহাম্মদ নাওয়াজ,
 - হাসান আলি,
 - উসমান খান শেনওয়ারি,
 - মোহাম্মদ আমির,
 - শান মাসুদ,
 - মোহাম্মদ হাফিজ,
 - বাবর আজম,
 - শোয়েব মালিক,
 - আসিফ আলি,
 - হারিস সোহেল,
 - জুনায়েদ খান,
 - শাহিন শাহ আফ্রিদি,
 - ফাহিম আশরাফ।
 
