চলতি মাসের ১৫ তারিখ পর্দায় উঠতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর। এবারের এশিয়া  কাপ হবে ওয়ানডে ফরমেটে। প্রতিবারের মত এই আসরে অংশগ্রহণ করবে ৬ টি দল। আসন্ন এই টুনামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট টিম।

এশিয়া কাপের পাকিস্তান দলঃ

  1. সরফরাজ আহমেদ(অধিনায়ক),
  2. ফখর জামান,
  3. ইমাম-উল হক,
  4. শাদাব খান,
  5. ইমাদ ওয়াসিম,
  6. মোহাম্মদ নাওয়াজ,
  7. হাসান আলি,
  8. উসমান খান শেনওয়ারি,
  9. মোহাম্মদ আমির,
  10. শান মাসুদ,
  11. মোহাম্মদ হাফিজ,
  12. বাবর আজম,
  13. শোয়েব মালিক,
  14. আসিফ আলি,
  15. হারিস সোহেল,
  16. জুনায়েদ খান,
  17. শাহিন শাহ আফ্রিদি,
  18. ফাহিম আশরাফ।