চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০১৮। এই এশিয়া কাপকে সামনে রেখে বিরাট কহেলিকে দলের বাহিরে রেখে দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড।

এশিয়া কাপে ভারতের স্কোয়াডঃ

  1. রোহিত শর্মা (অধিনায়ক),
  2. শেখর ধাওয়ান (সহ-অধিনায়ক),
  3. মহেন্দ্র সিং ধোনি (উইকেট রক্ষক),
  4. কে এল রাহুল,
  5. আমবাতি রাইডু,
  6. মানিশ পান্ডে,
  7. কেদার যাদব,
  8. দীনেশ কার্তিক,
  9. হার্দিক পান্ডিয়া,
  10. কুলদ্বীপ যাদব,
  11. ভুবেনশ্বর কুমার,
  12. জাস্প্রিত বুমরাহ,
  13. শারদিল ঠাকুর,
  14. খলিল আহমেদ,
  15. যুজবেন্দ্র চাহাল,
  16. অক্ষর প্যাটেল।