চলতি মাসের ১৫ তারিখ মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। এই আসরকে সামনে রেখে দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। প্রয় এক বছর পর দলে ফিরলো লাসিথ মালিঙ্গা।

১৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই লঙ্কানরা মুখোমুখি হবে বাংলাদেশের।

দেখেনিন শ্রীলঙ্কার এশিয়া কাপ দল:

  1. অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক),
  2. কুসল পেরেরা,
  3. কুসল মেন্ডিস,
  4. দিলরুয়ান পেরেরা,
  5. লাসিথ মালিঙ্গা,
  6. আমিলা আপোন্সো,
  7. উপুল থারাঙ্গা,
  8. দিনেশ চান্দিমাল,
  9. দানুশকা গুনাথিলাকা,
  10. আকিলা দনাঞ্জয়া,
  11. কাসুন রাজিথা,
  12. থিসারা পেরেরা,
  13. দাসুন শানাকা,
  14. ধনঞ্জয়া ডি সিলভা,
  15. সুরাঙ্গা লাকমল,
  16. দুশমন্থ চামিরা।