চলতি মাসের ১৫ তারিখ পর্দা উঠছে এশিয়া কাপ। ১৩ দিনব্যাপী এই আসরের পর্দা নামবে চলতি মাসের ২৮ তারিখ। এবারের এশিয়া কাপের সকল ম্যাচের সম্প্রচার স্বত্ব পেয়েছে স্টার স্পোর্টস। এছাড়াও বাংলাদেশে আছে জিটিভি এবং মাছরাঙা টিভি। তারাও এশিয়া কাপের প্রত্যেকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

স্টার স্পোর্টসের মোট ৯ চ্যানেলে এশিয়া কাপের ম্যাচগুলো সম্প্রচার করবে, স্টার স্পোর্টস সিলেক্ট, স্টার স্পোর্টস 1, স্টার স্পোর্টস 1 এইচডি, স্টার স্পোর্টস 1 হিন্দি, স্টার স্পোর্টস 2 এইচডি এবং স্টার স্পোর্টস তামিল, স্টার স্পোর্টস 1 হিন্দি এইচডি, স্টার স্পোর্টস এইচডি, স্টার স্পোর্টস 2।

অন্যদিকে বাংলাদেশে এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি এবং গাজী টেলিভিশন।

অনলাইনে এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করবে হট স্টার অ্যাপ, হট স্টারের ওয়েব, এবং বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে র‍্যাবিটহোল এ্যাপ। এছাড়াও বিশ্বব্যাপী উইলো টিভি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে।