
চলতি মাসের ১৫ তারিখ বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। তাই অনুশীলনে ব্যাস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। আর আসন্ন টুনামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি।
এই ঘোষিত দলে জায়গা পেয়েছে বিপিএলের দল রাজশাহী কিংসের তিন জন্য খেলোয়ার। আর তাই বাংলাদেশ ক্রিকেট দল ও তাদের খেলোয়ার মুশফিক, মুস্তাফিজ ও মিরাজকে শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী কিংস।
তারা তাদের ফেসবুক পেইজে লিখে, শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিমকে। সেই সাথে আমাদের তিন জন কিংকেও আসন্ন এশিয়া কাপ ২০১৮ শুভেচ্ছা।

Rajshahi Kings wishes best of luck to Bangladesh Cricket : The Tigers and Three of our Kings for the upcoming Asia Cup 2018.
#KingsOnTheMove
#AsiaCup2018
