ক্রিকেট মাঠে ব্যাটসম্যানকে বেশ কয়েক ভাবে আউট করা হয়। তার মধ্য একটি হলো ক্যাচ আউট। সেই ক্যাচেরও হিসাব রাখা হত কোন ফিল্ডার কয়টি ক্যাচ ধরেছে।

তার ভিতর এশিয়া কাপের ক্যাচের তালিকা দেওয়া হলোঃ

এশিয়া কাপে ক্যাচ ধরার তালিকায় সবার উপরে আছেন লংকার মাহেলা জয়াবর্ধনে ১৫ টি ক্যাচ তিনি নিয়েছেন।

২য় পজিশনে আছেন পাকিস্তান এর ইউনুস খান তিনি নিয়েছেন ১৪ টি ক্যাচ ।

৩য় পজিশনে আছেন লংকার অরবিন্দু ডি সিলভা তার ক্যাচ এর সংখ্যা ১২ টি।

ইন্ডিয়ার সুরেশ রায়না আছেন ৪র্থ পজিশনে তার ক্যাচ সংখ্যা ১১ টি।

লংকান কিংবদন্তী স্পিনার মুওিয়া মুরালিধরন অবসরে যাবার আগে খেলেছেন ২৪ টি ম্যাচ। ২৪ ম্যাচ খেলে ক্যাচ নিয়েছিলেন ১০টি।

তবে সাকিব আল হাসান মুরালীর চেয়ে ১০টি ম্যাচ কম খেলে ১৪ ম্যাচে ক্যাচ নিয়েছেন ৯টি। আর একটি ক্যাচ ধরতে পারলে তার নামটিও বসবে মুরালীর পাশে। আর যদি ২টি ক্যাচ নিয়ে নেন তাহলে ছাড়িয়ে যাবেন মুরালীকে।

তখন যৌথভাবে রায়নার পাশে থাকবেন। এভাবেই ধীরে ধীরে অনেক ক্রিকেটীয় রেকর্ড থাকবে বাংলাদেশীদের হাতে। এটাই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের প্রত্যাশা।