
আসন্ন এশিয়া কাপের জন্য আগেই ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার সেখান থেকে মূল পর্বের জন্য ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলো পিসিবি। দলে নেই ইমাদ ওসিম ও মোহাম্মদ হাফিজ।
১৬ সদস্যের পাকিস্তান দলঃ
- সরফরাজ আহমেদ(অধিনায়ক),
 - ফখর জামান,
 - ইমাম-উল হক,
 - শান মাসুদ,
 - বাবর আজম,
 - শোয়েব মালিক,
 - আসিফ আলি,
 - হ্যারিস সোহেল,
 - শাদাব খান,
 - মোহাম্মদ নাওয়াজ,
 - হাসান আলি,
 - উসমান খান শেনওয়ারি,
 - মোহাম্মদ আমির,
 - জুনায়েদ খান,
 - শাহিন আফ্রিদি,
 - ফাহিম আশরাফ।
 
