
তামিম-রুবেলকে ছাড়াই দেশ ছাড়লো টাইগাররা। এশিয়া কাপের উদ্দেশে সন্ধা ৭:৩০ মিনিটে দেশ ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু দলে সাথে যাওয়া হয়নি টাইগার ওপেনার তামিম ইকবাল ও পেসার রুবেল হোসেনের। এই দুই জন ক্রিকেটারকে ছাড়াই এশিয়া কাপ মিশনে পাড়ি জমিয়েছে বাংলাদেশ। কারণ এই দুই জন খেলোয়ার এখনও সংযুক্ত আরব আমিরাতের ভিসা হাতে পাননি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া এক তথ্যে জানা যায় আগামীকাল সোমবার (১০ সেপ্টেম্বর) তারা ভিসা হাতে পাবেন। এবং ১১ তারিখ তাদের দেশ ছাড়ার কথা রয়েছে।
এছাড়া নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে ছুটি কাটানোয় দলের সঙ্গে ছিলেন না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। জানা গেছে, রোববারই (৯ সেপ্টেম্বর) পরিবার সহ নিউ ইয়র্ক থেকে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
যার ফলে ১৬ সদস্যের টাইগার স্কোয়াডের একসঙ্গে এশিয়া কাপ মিশনে রওনা দেয়া দেয়া হয়নি। এমিরেটস এয়ারলাইনস যোগে রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ১৩ সদস্যের লাল সবুজের দল।
ভিসা জটিলতায় দলের সঙ্গে যাওয়া হয়নি ম্যানেজার খালেদ মাহমুদ ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুরও। তামিম-রুবেলের অনুরুপ তারাও আগামিকাল পাসপোর্ট হাতে পেলে পরদিন দেশ ছাড়বেন!
চলতি মাসের ১৫ তারিখ দুবাইয়ে পর্দা উঠবে এশিয়া কাপের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগারদের দ্বিতীয় ও শেষ ম্যাচটিও অনুষ্ঠিত হবে দুবাইয়ে, ২০ সেপ্টেম্বর।
