চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এই এশিয়া কাপে অন্যন দল গুলোর থেকে বাড়তি সুবিধা নিচ্ছা ভারত।

কেননা এবারের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও এই টুর্নামেন্টটির আয়োজক হচ্ছে ভারত। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক খারাপ থাকায় আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি। তবে আয়োজকদের বিশেষ সুযোগ নেওয়ার বেপারে প্রশ্ন তুলছে ভারতীয় গণমাধ্যম।

টুনামেন্টের প্রস্তাবিত নিয়মে এই আসরে অংশগ্রহণ কারী সকল দলের খেলোয়াররা একই হোটেলে থাকবে। তাই তাদের থাকার ব্যাবস্থা করা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেটালে। কিন্তু অন্যান্য দলের সাথে হোটেল ইন্টারকন্টিনেটালে থাকবে না ভারত। দুবাই শহরের হোটেল গ্র্যান্ড হায়াতে থাকবে ভারত ক্রিকেট দল। আর এই সুবিধার জন্য ভারতেরই সংবাদমাধ্যম প্রশ্ন তুলেছে, এশিয়া কাপের আয়োজক হিসেবে বিসিসিআই কি আলাদা কোনো সুবিধা নিচ্ছে?

সেই সুবিধা কীভাবে? গ্রুপ পর্বে ভারতের দুইটি ম্যাচই হবে দুবাইয়ে। বিশেষ করে এ গ্রুপ আবুধাবিতে কোনো ম্যাচ নেই। তবে ‘বি’ গ্রুপের শেষ দুটি ম্যাচ হবে আবুধাবিতে। আর তাই এই দুটি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে দুবাই থেকে আবুধাবিতে পাড়ি জমাতে হবে। কেননা ভারত ছাড়া বাকি পাঁচটি দলের ঠিকানা হচ্ছে দুবাইয়ের হোটেল ইন্টারকন্টিনেন্টাল। এতে করে গ্রুপপর্বের ম্যাচ গুলোতে দুবাই থেকে আবুধাবিতে যাওয়ার ঝামেলায় পড়তে হবে না ভারতকে —এতে ‘আয়োজক দেশ হিসেবে সুবিধা নেওয়া’র প্রশ্নটি তুলেছে ‘মুম্বাই মিরর’।

‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের পাশাপাশি তৃতীয় দলটি হংকং। অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হিসেবে ভারতের সেমিফাইনালে (সুপার ফোর) ওঠা মোটামুটি নিশ্চিত। আর সেমিতে উঠলেও ভারতের ম্যাচগুলো দুবাইয়ে পড়ার সম্ভাবনাই বেশি। ‘এ’ গ্রুপ থেকে রানার-আপ হলে সুপার ফোরে আবুধাবিতে একটি ম্যাচ পরবে ভারতের। এই গ্রুপের বাকি তিনটি ম্যাচের ভেন্যু দুবাই। অর্থাৎ ভারত এ গ্রুপে চ্যাম্পিয়ন হলে তাঁদের আবুধাবিতে যাওয়ার সম্ভাবনা নেই। রোহিতের দল যে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় সে কথা বলাই বাহুল্য। আর ফাইনালে উঠলে? তখনো আবু ধাবি যেতে হচ্ছে না। কারণ ফাইনালও দুবাইয়ে।