
আগামীকাল ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপে বাংলাদেশের মুখমুখি হবে শ্রীলংকা। কিন্তু তার আগেই ইঞ্জুরী হানা দিলো শ্রীলংকার শিবিরে। এর আগে ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে যায় দীনেশ চান্দিমালের। এবার ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেলো দানুস্কা গুনাথিলাকাও।
এবার পিঠের ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিঠকে যায় গুনাথিলাকার । তার পরিবর্তে দলে যায়গা পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার শিহান জয়সুরিয়া।
২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় জয়সুরিয়ার। এখন পর্যন্ত মাত্র ৮টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আর এই ৮ ম্যাচে বলার মত তেমন কোন ইনিংস নেই তার। তবে এবার এশিয়া কাপ দিয়ে নিজেকে প্রমাণের সুযোগ এসেছে তার সামনে।

