
আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশ শ্রীলংকার ম্যাচ দিয়ে তৃতীয়বারের মতো এশিয়া কাপ আয়জন করতে যাচ্ছে আরব আমিরাত। আর এটি হচ্ছে এশিয়া কপের ১৪তম আসর।
তবে এশিয়া কাপে একটি দিক দিয়ে এগিয়ে বাংলাদেশ। অন্য দলের চেয়ে কম সময় অংশগ্রহণ করলেও একটি রেকর্ড রয়েছে বাংলাদেশের নাম। ১৯৮৪ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপের আয়োজকদের তালিকায় সবার ওপরে আছে বাংলাদেশ।
এশিয়া কাপের তৃতীয় আসরের ১৯৮৮ সালে আয়োজন করেছিল বাংলাদেশ। সেই আসরে কোন ম্যাচে জয়ের দেখা পায়নি সাগতিকরা। এর এক যুগ পর ২০০০ সালে দ্বিতীয়বার এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। এর এক যুগ পর আবারও ২০১২ সাল থেকে টানা তিনবার (২০১২, ২০১৪ ও ২০১৬) এশিয়া কাপ আয়জন করে বাংলাদেশ। সবমিলিয়ে পাঁচবার এই টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ। এর মধ্যে ২০১২ ও ২০১৬ সালে ফাইনালে গিয়ে হারতে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। তবে ২০১৪ সালে ঘরের মাঠে একটি ম্যাচেও জয় পায়নি সাকিব-তামিমরা।
এরপর দ্বিতিয় স্থানে রয়েছে শ্রীলংকা। তার চারবার এশিয়া কাপ আয়োজন করে। ১৯৮৬ সালে প্রথমবারের মতো আসরের আয়োজন হয়েছিল সেখানে। এরপর ১৯৯৭ সালে দ্বিতীয়, ২০০৪ সালে তৃতীয় ও ২০১০ সালে চতুর্থবারের মতো এশিয়া কাপ আসর অনুষ্ঠিত হয় সেখানে।
এশিয়া কাপ আসরের সবচেয়ে কম আয়োজন করেছে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দুই দল ভারত ও পাকিস্তান। দুটি দলই একবার করে এই আসরের আয়োজন করেছে। ১৯৯০ সালে ভারত এবং ২০০৮ সালে এই টুর্নামেন্টের আয়োজন করেছিল পাকিস্তান।
