আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৪ তম আসর। আর আসরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলংকা। আজ শ্রীলংকার লক্ষ থাকবে প্রথম ম্যাচে জয়লাভ করে সুপার ফোর নিশ্চিত করা। তাই সেরা একাদশ মাঠে নামবে চন্ডিকা হাতুরেসিংহে।

দেখেনিন শ্রীলংকার সম্ভাব্য একাদশঃ

  1. নিরোসন ডিকওলা (উইকেটরক্ষক),
  2. উপুল থারাঙ্গা,
  3. কুসল পেরেরা,
  4. কুসল মেন্ডিস,
  5. অঞ্জিলো ম্যাথিউস (ক্যাপ্টেন),
  6. ধনাঞ্জয়া ডি সিলভা,
  7. থিসারা পেরেরা,
  8. দুসন সানাকা,
  9. দিলরুয়ানা পেরেরা,
  10. সুরঙ্গা লাকমাল,
  11. লাসিথ মালিঙ্গা।