আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৪ তম আসর। আর আসরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলংকা। আজ শ্রীলংকার লক্ষ থাকবে প্রথম ম্যাচে জয়লাভ করে সুপার ফোর নিশ্চিত করা। সেই একই লক্ষ নিয়ে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

চলতি আসরের এশিয়া কাপের আয়জক হচ্ছে ভারত। কিন্তু ভারত পাকিস্তানের ঝামেলার কারণে খেলা হবে আরব আমিরাত। আর প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচটি বিকাল ৫.৩০ মিমিটে হওয়ার কথা ছিলো। কিন্তু শেষ মুহুর্তে পরিবর্তন হলো খেলার সময়। বিকাল ৫.৩০ এর পরিবর্তে খেলা শুরু হবে বিকাল ৬টায়।