
আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ২০১৮। আসরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলংকা। আজকের ম্যাচটি দুই দলের জন্য গুরুতপূর্ণ একটি ম্যাচ। কেননা দুই দলই চাইবে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে। সেই লক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।
দেখেনিন বাংলাদেশের একাদশঃ
- তামিম,
- লিটন,
- সাকিব,
- মুশফিক,
- মাহমুদুল্লাহ,
- মিথুন,
- মুসাদ্দেক,
- মেহেদি হাসান,
- মাশরাফি,
- মুস্তাফিজ,
- রুবেল।
